ঝিনাইদহে মদিনা বীজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ শহরের অগ্নিবীণা সড়কে অবস্থিত মদিনা বীজ কেন্দ্রে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে অবৈধ ভাবে বীজ প্যাটেক জাত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক আবু তাহেরকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, গোপন সাংবাদে জানতে পারি শহরের মদিনা বীজ কেন্দ্রে অবৈধ ভাবে মানহীন বিভিন্ন প্রকার ফসলের বীজ সংরক্ষণ ও প্যাকেট জাত করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে হাতে নাতে বীজ কেন্দ্রের মালিক আবু তাহেরকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা সংরক্ষন আইন-২০০৯ এর(৫০) ধারা অনুযায়ী ৪০হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে বীজ কেন্দ্রটি সীলগালা করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম, রাজিয়া আক্তার চৌধুরী, কামারুজ্জামান সরকার ও মখলেজা খাতুন মিম।