বন্ধ্যা মহিলার স্তনে দুধ আসতে পারে কি?
ঝিনাইদহের চোখঃ
প্রশ্ন : বন্ধ্যা মহিলার স্তনে দুধ আসতে পারে কি? আসলেও সে দুধ পান করা কোনো বাচ্চার রেজায়াত প্রতিষ্ঠিত হবে কি?
উত্তর : বন্ধ্যা মহিলার বুকে বা স্তনে আল্লাহার ইচ্ছায় দুধ আসতে পারে এবং সেই মহিলার দুধ পানকারীর ক্ষুধা নিবারনের ওপর বৈবাহিক সম্পর্কে নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হবে।
আল্লাহ্ তাআলা বলেন, “তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকন্যা, ভগিনীকন্যা এবং তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে।” (সূরা নিসা- ২৩]
আয়েশা রা. বলেন, রাসূল (সা.) বলেছেন, এক ঢোক বা দুই ঢোক দুধ পানে বৈবাহিক সম্পর্কে নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হয় না। (সহীহ মুসলিম, হা- ১৪৫০, তিরমিযী, হা- ১১৫০, ইবনে মাজাহ, হা- ১৯৪১)
আয়েশা রা. বলেন, একদিন রাসূল (সা.) আমার ঘরে প্রবেশ করেন, তখন আমার কাছে এক ব্যক্তি উপস্থিত ছিল। তিনি জিজ্ঞেস করেন, এ ব্যক্তি কে? আমি বললাম, আমার ভাই। তিনি বললেন তোমরা লক্ষ্য রাখবে যে, কাকে তোমাদের অন্দরমহলে প্রবেশ করাচ্ছো? কেননা সেই দুধ পানই ধর্তব্য যা ক্ষুধা নিবারণ করে। অর্থাৎ দুগ্ধপোষ্য শিশুর দুধ পানে ক্ষুধা নিবারণই ধর্তব্য। (সহীহ বুখারী, হা- ২৬৪৭, ৫১০২, সহীহ মুসলিম, হা- ১৪৫৫ ইবনে মাজাহ, হা- ১৯৪৪, ৪৫