মূর্তি থাকলে সে কক্ষে কি নামাজ হবে?
ঝিনাইদহের চোখঃ
প্রশ্ন : কোনো রুমে যদি হিন্দুদের দেব দেবীর মূর্তি থাকে তাহলে কি সেই রুমে নামাজ হবে?
উত্তর : ছবি ও মূর্তি শিরকের উৎস। এর মাধ্যমে আকীদা ও দ্বীন নষ্ট হয়। যারা ছবি ও মূর্তি ঘরে রাখে বা ছবি তুলে ও মূর্তি তৈরি করে তারা আল্লাহ তাআলা এবং রাসূল (সা.) কে কষ্ট দেয় এবং তাদের জন্য রয়েছে বড়ই কঠিন শাস্তি।
মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিশম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি। (সূরা আহজাব- ৫৭)
আয়েশা রা. বলেন, রাসূল (সা.) ছবিপূর্ণ কোনো কিছু তাঁর বাড়িতে দেখলে, তিনি তা ছিড়ে ও ভেঙে ফেলতেন। (সহীহ বুখারী, হা- ৫৯৫২)
সাহাবী আবু তালহা রা. বলেন, রাসূল (সা.) বলেছেন, যে ঘরে কুকুর ও ছবি থাকে, সে ঘরে (রহমত ও বরকতের) ফেরেশতা প্রবেশ করে না। (সহীহ বুখারী, হা- ৫৯৪৯, সহীহ মুসলিম, হা- ৫৬৩৬)
অতএব, যে ঘরে ছবি বা মূর্তি (দেব-দেবীর ছবি, পুতুল ও মাটির তৈরি খেলনা পুতুল ও পশু-পাখির ছবি ও মূর্তি) রয়েছে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সেজন্যে সে ঘরে করা কোনো প্রকার ইবাদাত-বন্দেগি কবুল হবে না।