৫ পায়ের গরু, আজগুবি নয় বাস্তব…

ঝিনাইদহের চোখ ডেস্ক: ছাত্রজীবনে গরুর রচনা পড়েননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। সেখানে আমরা সবাই পড়েছি, একটি গরুর দুটি কান, দুটি শিং ও চারটি পা। কিন্তু এখন যদি শোনেন গরুর পাঁচটি পা, তাহলে চোখ কপালে তুলবেন নিশ্চয়ই।
কারণ কথাটি শুনে আজগুবি মনে হতে পারে। কিন্তু কথাটি আজগুবি নয় বাস্তব। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাংগা ইউপির রায়টার এবি পার্কে এমন একটি গরু পাওয়া গেছে, যেটির পা আসলেই পাঁচটি।
জানা গেছে, একটি স্বাভাবিক গরুর যেমন চারটি পা থাকে, তেমনি ওই গরুটিরও চারটি পা রয়েছে। কিন্তু গরুটির ডান পাশের পেটের ওপরের মেরুদণ্ড থেকে আরেকটি পা বের হয়েছে।
অস্বাভাবিক পাঁচ পায়ের ওই গরুটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরাও।
পার্কের মালিকের স্ত্রী বিউটি জানান, গরুটির পাঁচ পা হওয়ার কারণে তারা কিনে এনে পার্কে রেখেছেন। পার্কে আসা দশনার্থীদের চমকে দিতেই গরুটি পার্কের মিনি চিড়িয়াখানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।