কালীগঞ্জ

ঝিনাইদহে অপহরণকারী আটক

ঝিনাইদহের চোখঃ

জেলার কালীগঞ্জে সড়কে রিকশা থেকে তুলে নেয়ার পর অপহৃত ২ কলেজ ছাত্র-ছাত্রীকে উদ্ধারসহ আরিফ ও শিহাব নামে দুই অপহরণকারীকে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশ। উদ্ধারকৃত দুজনেই ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ছাত্র-ছাত্রী।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পৌরসভার কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক দুই অপহরণকারীকে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

অপহরণের শিকার ঝিনাইদহের কেসি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র শাকিল ও ১ম বর্ষের ছাত্রী জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তারা দুজনে কালীগঞ্জ শহর থেকে রিকশাযোগে বালিয়াডাঙ্গা যাচ্ছিল। পথিমধ্যে কাশীপুর সিরাজ মিয়ার ইট ভাটার মোড়ে পৌঁছালে ওই গ্রামের আরিফ ও শিহাব নামে দুই যুবক রিকশার গতিরোধ করে তাদের তুলে নিয়ে যায়।

এরপর কাশীপুর গ্রামে আরিফের বাড়িতে একটি বদ্ধঘরে তাদের আটকে রেখে অপহরণাকারীরা তাদের নিকট ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাদের নগ্ন অবস্থায় ছবি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেবে বলেও হুমকি দেয়।

এদিকে, দিনের বেলাতেই সংগঠিত এ অপহরণ ঘটনাটি লোকমুখে জানাজানির পরই খবরটি থানা পুলিশের কানে পৌঁছে। এমন খবর পেয়েই বেলা সাড়ে ১১টার দিকে থানার এসআই আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে কাশীপুর গ্রামে অভিযান চালায়।

পুলিশ সেখানে ওই গ্রামের পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম রেজার ছোট ভাই আরিফের বাড়ি থেকে ছাত্র-ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করে। উদ্ধারকৃত ছাত্র শাকিলের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামে ও ছাত্রীটির বাড়ি ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায়। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্কের সূত্র ধরেই ছাত্রীটি কালীগঞ্জে বেড়াতে এসেছিল।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ ছাত্রছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করেছে। এ ঘটনায় থানাতে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার বিকেলেই তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button