ঝিনাইদহ সদর
ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

ঝিনাইদহের চোখঃ
‘ইশারা ভাষা সবার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসকের আয়োজনে আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আরিফ উজ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, সহকারী পরিচালক জাহিদুল আলম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তারিকুল ইসলাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীসহ সকল মানুষের জন্য ইশারা ভাষা জানা খুবই জরুরী।