কালীগঞ্জ
ঝিনাইদহের ইমরান’র ব্যতিক্রমী উদ্যগ

ঝিনাইদহের চোখঃ
যশোর সরকারি সিটি কলেজের হিসাব বিজ্ঞানে (সম্মান)পড়েন ইমরান হোসেন। শহরের টিবি ক্লিনিক এলাকার একটি ছাত্রাবাসে থাকেন । বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত তিনি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় ধোপাদী এলাকার বাসিন্দা।
আজ রবিবার ৫০জন অতিম, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের দুপুরে খাবার দিয়েছেন তিনি। তার এ কাজে সহযোগিতা করেছেন অনার্স পড়ুয়া বন্ধুরা। এর মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, মিম, রোকেয়া, মাহমুদুল হাসান, মিতা, রুবেল হোসেন।
ইমরান জানিয়েছেন, যশোর স্টেশন এলাকায় প্রতিদিন অসহায়, এতিম, প্রতিবন্ধী শিশুরা না খেয়ে অনাহারে ঘুরে বেড়ায়। যা দেখে খুব খারাপ লাগে। তাই টিফিনের টাকা দিয়ে আজ কিছু শিশুদের দুপুরের খাবার দিয়েছি। তাদের খেতে দেখে খুব ভাল লেগেছে।
আগামীতে অসহায়, এতিম, প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে বলে তিনি জানান।