মিথুনের ব্যবসা শুভ, তুলার পদোন্নতি

ঝিনাইদহের চোখঃ
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
পরিবারের সদস্যর সঙ্গে সমস্যা। ঝগড়া বা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। প্রেম বা দাম্পত্যে অবাঞ্ছিত ঘটনা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সাহিত্য শক্তির বহিঃপ্রকাশ। প্রেমযোগ শুভ। অপরিকল্পিত ব্যয়ের সম্ভাবনা। হজমের সমস্যায় ভুগতে পারেন।
মিথুন: (২২মে – ২১ জুন)
ব্যবসায়ে শুভ। নতুন পরিকল্পনা। প্রেম যোগে সাফল্য। আর্থিক লাভের যোগ। বিদেশ যাত্রার যোগ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নক্ষত্রর উদ্ভাবনী শক্তি বিশেষ উচ্চতায় পৌঁছে দেবে। মানসিক শক্তিকে কাজে লাগান। ব্যবসায় অংশীদাররা দ্বারা উপকার।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মে সতর্কতা প্রয়োজন। কোনোরকম অনৈতিক ক্রিয়াকলাপে জড়িয়ে পড়তে পারেন। অবৈধ প্রেম।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
পূর্ব পরিকল্পনাগুলি রূপায়িত হতে সময় লাগেবে। কর্মক্ষেত্রে সুফল। সহকর্মীর সহায়তা। প্রেমযোগ মিশ্র।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কর্মক্ষেত্রে দিনটি শুভ। ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে পরিকল্পনা। পদোন্নতির প্রত্যাশা। প্রেমযোগে বাধা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ভ্রমণের পরিকল্পনা। প্রেমে বন্ধুদের সাহায্য কাজে আসবে। ব্যবসাক্ষেত্র শুভ। আর্থিক লাভেরও সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মানসিক অস্থিরতা। ছোটো বিষয়কে বড় করে দেখানোর প্রবণতা পরিত্যাগ করুন। আর্থিক ক্ষয়ক্ষতি। বুঝেশুঝে প্রেমে সিদ্ধান্ত নিন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মাত্রাতিরিক্ত খরচ। ব্যয় নিয়ন্ত্রণহীন। নেতিবাচক চিন্তা কর্মে প্রভাব ফেলবে। প্রেমযোগ শুভ। প্রিয়জনদের থেকে উপহার প্রাপ্তি।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সিদ্ধান্ত নিতে সমস্যা। সুসংগঠিত পরিকল্পনার অভাব। কর্মে সহকর্মী সহযোগিতা। প্রেমযোগ মিশ্র।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমে হটকারি সিদ্ধান্ত। পরিস্থিতি জটিল করে তুলতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন। জাতিকার মেজাজ নিয়ন্ত্রণহীন।