ঝিনাইদহে ধুলায় জনজীবণ হুমকির মুখে

ঝিনাইদহের চোখঃ
যানবাহন দেখলেই সড়ক থেকে লাফিয়ে নিচে নেমে যাচ্ছেন পথচারী আর মোটরসাইকেল আরোহীরা। বড় গাড়িগুলো চলছে জানালা-দরজা বন্ধ করে, কিন্তু ধুলা থেকে নিস্তার নেই পথচারী আর ছোট যানগুলোর।
মাসের পর মাস এভাবেই চলতে হচ্ছে ঝিনাইদহ -চুয়াডাঙ্গা মহাসড়কে চলাচলকারী ব্যক্তিদের। সংস্কার কাজের নামে এই এলাকায় মহাসড়কটির দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে। সেখানে ফেলা হয়েছে পাথর আর বালু। বড় কোনো গাড়ি গেলেই জায়গাগুলো ধুলায় অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিকাদারের লোকজন মাঝেমধ্যে নামমাত্র পানি ছিটিয়ে দায় সারছেন বলে অভিযোগ করেছেন পথচারীরা।
এই সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালক শরিফুল ইসলাম বলেন , ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক এমনিতেই খুব ব্যস্ততম। এমন একটি সড়কে সংস্কার কাজের নামে দীর্ঘদিন ধরে পাথর-বালু ফেলে রাখায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলার কারণে তাঁরা ভারী কোনো যানবাহন দেখলেই বাইককে মূল রাস্তা থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে নেন। কিন্তু খোলা যান হওয়ায় বাইক চালক দের ধুলার অত্যাচারে পড়তে হচ্ছে ।
ইজিবাইক চালক হাসান আলী বলেন, মহাসড়কে সংস্কারকাজ করতে হলে সাধারণত পানির পর্যাপ্ত ব্যবহার করতে হয়। এতে একদিকে চলাচলকারী মানুষ ও যানবাহন ধুলা থেকে রক্ষা পায়, অন্যদিকে বালু-পাথর জমাট বেঁধে গেলে রাস্তা ভালো হবে। কিন্তু ঠিকাদারেরা এখানে পানি ছিটান বলে মনেই হয় না।
ধুলার কারণে সড়কের পাশের দোকানগুলোর ব্যবসা লাটে উঠেছে। বেশির ভাগ সময় দোকানের অংশবিশেষ বন্ধ রাখতে হচ্ছে।
এই রাস্তাটি অতি দ্রুত কাজ শেষ করার জন্য আকুল আবেদন করছি।