ঝিনাইদহে তুলা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ইউনিটে তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। খরচের তুলনায় লাভ বেশি, বিক্রিতে ঝামেলা কম, যে কোন জমিতে আবাদ করা যায়। ফলে দিনদিন কৃষকরা তুলা আবাদের দিকে আগ্রহ বাড়ছে।
ইউনিটের আটলিয়া গ্রামের চাষি শফিকুল ইসলাম বলেন, তিনি বছর ছয়েক তুলার আবাদ করছেন। এবছর দেড় বিঘা জমিতে তুলার আবাদ রয়েছে। সাধারনত এ আবাদে পোকা মাড়কের আক্রমন এবং বাড়তি ঝামেলা কম। তিনি আরো জানান, বিঘা প্রতি জমিতে ১০/১২ হাজার টাকা খরচ হয়। আর তুলা ভাল হলে প্রতি বিঘাতে ১৬/১৮ মন পর্যন্ত উৎপাদন হয়।
তুলা উন্নয়ন বোর্ডের ডাকবাংলা ইউনিটের অফিসার আব্দুল হাকিম বলেন, বছরের ১৫ই আষাড় থেকে ১৫ই ভাদ্র মাস পর্যন্ত তুলার বীজ বোপন করা যাই। তবে বছরের শ্রাবন মাসই উপযুক্ত তুলার বীজ বোপনের। তিনি আরো বলেন, চলতি বছর ৬’শ বিঘা জমিতে তুলা আবাদ করেছে চাষিরা। আর গত বছর আবাদ হয়ে ছিল সাড়ে ৪’শ বিঘা। আগের তুলনায় তুলা আবাদে চাষিদের আগ্রহ বেড়েছে বলে তিনি জানান।##