ঝিনাইদহের এসআই সম্বিত রায় শ্রেষ্ঠ

ঝিনাইদহের চোখঃ
জীবনের ঝুঁকি নিয়ে হত্যা মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারিকে গ্রেপ্তার, মামলা তদন্তসহ অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে দক্ষতা ও সাহসিকতার অবদান রাখায় টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায়।
পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে উত্তম পুলিশ অফিসার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। পুলিশের মাসিক কল্যাণ সভার প্রধান অতিথি ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান এসআই সম্বিত রায়ের হাতে পুরস্কার তুলে দেন।
থানা পুলিশ জানায়, মামলা তদন্তে অগ্রগতি, হত্যা মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার ও একের পর এক পরোয়ানাভুক্ত আসামি ও মাদক কারবারিকে গ্রেপ্তার করে দক্ষতার পরিচয় দেন থানার এসআই সম্বিত রায়। যার কারণে জেলা পুলিশের মূল্যায়নে তাকে অক্টোবর মাসে ‘শ্রেষ্ঠ পুলিশ অফিসার’ নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে ‘উত্তম পুলিশ অফিসার’ হিসেবে পুরস্কৃত করা হয়।