ঝিনাইদহে জাতিসংঘের প্রতিনিধির সবজি ক্ষেত পরিদর্শন

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর প্রতিনিধিরা নিরাপদ সবজির ক্ষেত পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে নিরাপদ সবজির ক্ষেত গুলো তারা পরিদর্শন করেন।
এফএও এর প্রতিনিধি দলের ছিলেন এমারনাথ সাসটেন্যাবেল ডেভেলমেন্ট এর সিনিয়র পার্টনার এ্যান গর্ডেন (পিএইডি) ,নিডওয়াক ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট ড. গ্রিট রিভারগান, এফএও বাংলাদেশ অফিসের ভেলু চেইন স্পেসালাইজ মো: রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: মাহেদুর রহমান, আনোয়ারুল ইসলাম টিটো, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন হোসেন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন ও কিশোর কুমার কাজল প্রমুখ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি দল উপজেলার মোস্তবাপুর গ্রামের মনোয়ারা বেগমের নিরাপদ উপায়ে উৎপাদিত বেগুন ক্ষেত এবং মাহমুদপুর গ্রামের হারুন অর রশিদের পেয়ারা ক্ষেত পরিদর্শন করেন।