ধান লাগাতে ব্যাস্ত সময় পার করছে ঝিনাইদহের কৃষক

শেখ ইমন, ঝিনাইদহের চোখঃ
নানা কর্মব্যস্ততার মাঝে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বোরো ধান লাগানোর হিড়িক পড়েছে ।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারা তোলা থেকে শুরু করে লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা ।কেউ চারা তুলছেন, আবার কেউ চারা লাগাচ্ছেন ।
উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় চাষিরা নিচু জমিতে চারা রোপণ করছেন যাতে বর্ষা বা কালবৈশাখীর প্রতিকুলতা কাটিয়ে আগাম ফসল ঘরে তোলা যায় এ জন্য তারা হাইব্রিড, ২৮,বাসমতি,তেজ গোল্ড,মিতালী ফোর,সুবর্ণ লতা ,রত্না,৩৩,১২০৩ ইত্যাদি বেশি রোপণ করছেন । গত বছর বাজারমূল্য তুলনামূলক ভালো থাকায় হাইব্রিড ধানের প্রতি কৃষকদের আগ্রহ বেশি । গত বছর কৃষকেরা ধানের ন্যায্য মূল্য পাওয়ায় তারা ধার দেনা করে বুকভরা আশা নিয়ে ধান চাষ করছেন ।
স্থানীয় কৃষক আক্তার জানাই, দুই বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান লাগিয়েছেন তিনি , আবহাওয়া অনুকুলে থাকলে এবং সরকার গত বছরের মত ন্যায্যমুল্য দিলে তারা ধান চাষ করে সুখে থাকতে পারবেন ।আরও কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারাও একই কথা বলেন