নেক আমলে বিপদ দূর হয়

ঝিনাইদহের চোখঃ
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন জাতির জন্য মানবতার মহান শিক্ষক হিসেবে। প্রত্যেক ভালো কাজের জন্য রয়েছে উত্তম প্রতিদান। যা দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তার বান্দাকে দান করেন। ভালো কাজে বিপদ-মুসিবত দূর হয়। এমন একটি হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের সোনালী পাতা থেকে তুলে ধরা হলো। যা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একবার তিনজন লোক পথ চলছিল, এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হল। অতপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের কর, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। এবং তার মাধ্যমে আললাহর নিকট দো‘আ কর। তাহ’লে হয়ত আল্লাহ তোমাদের ওপর হতে পাথরটি সরিয়ে দিবেন।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন জাতির জন্য মানবতার মহান শিক্ষক হিসেবে। প্রত্যেক ভালো কাজের জন্য রয়েছে উত্তম প্রতিদান। যা দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তার বান্দাকে দান করেন। ভালো কাজে বিপদ-মুসিবত দূর হয়। এমন একটি হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের সোনালী পাতা থেকে তুলে ধরা হলো। যা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একবার তিনজন লোক পথ চলছিল, এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হল। অতপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের কর, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। এবং তার মাধ্যমে আললাহর নিকট দো‘আ কর। তাহ’লে হয়ত আল্লাহ তোমাদের ওপর হতে পাথরটি সরিয়ে দিবেন।
দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ! আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালবাসে, আমি তাকে তার চেয়েও অধিক ভালবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম (অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম)। কিন্তু তা সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একশ’ দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা যোগাড় করি (এবং তার কাছে আসি)। যখন আমি তার দু’পায়ের মাঝে বসলাম (অর্থাৎ সম্ভোগ করতে তৈরি হলাম) তখন সে বলল, হে আল্লাহর বান্দা! আল্লাহকে ভয় কর। অন্যায়ভাবে মোহর (পর্দা) ছিঁড়ে দিও না। (অর্থাৎ আমার সতীত্ব নষ্ট কর না)। তখন আমি দাঁড়িয়ে যাই। হে আল্লাহ! আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল।
তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ্! আমি এক ‘ফারাক’ চালের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম। যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছু দিন পর সে আমার কাছে আসল এবং বলল, আল্লাহকে ভয় কর (আমার মজুরী দাও)। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় কর, আমার সঙ্গে ঠাট্টা কর না। আমি বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, ঐগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ! আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি, তবে পাথরের বাকীটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। (বুখারি, মুসলিম, মিশকাত)
হাদিসের শিক্ষা
০১. বান্দা সুখে-দুঃখে সর্বদা আল্লাহকে স্মরণ করবে।
০২. বিপদ ও মুসিবতে শুধুমাত্র আল্লাহর নিকট সাহায্য চাইবে। অন্য কাউকে (মৃত ব্যক্তি, পীর মুরশিদসহ) ডাকা যাবে না।
৩. নেক আমলের ওসিলা গ্রহণ করে নিজের আমলকে বৃদ্ধি করতে হবে।
৪. স্ত্রী ও সন্তানদের ওপর পিতা-মাতাকে অগ্রাধিকার দিতে হবে।
৫. শ্রমিককে তার ন্যায্য পাওনা প্রদান করতে হবে।
হে আল্লাহ! আপনি পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিন। আপনার কুরআন ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমিন।