কালীগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে সতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ, আহত-৭

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে সতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর পক্ষে গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছেন নারীসহ ৭ জন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজু অভিযোগ করেন, বিকেলে তার মা রাশিদা বেগম ও স্ত্রী শাহিনুর বেগমের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল গণসংযোগে বের হয়। বিকাল তিনটার দিকে তারা পৌরসভাধীন চাঁচড়া গ্রামের ভোটারদের কাছে ভোট চাওয়ার সময় প্রতিদ্বন্ধী প্রার্থী আশরাফুল ও তার লোকজন বেধড়ক মারপিট করে।
এতে বিজুর মা-স্ত্রীসহ রাহেলা বেগম, ভাই মোস্তাক আহমেদ ও রবিউল ইসলামসহ মোট ৭ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজী হয়নি কালীগঞ্জ থানার ওসি।
গেল বছরের ২২ সেপ্টেম্বর মেয়র মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে পৌর মেয়র পদ শুন্য হয়। আগামি ২৮ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির এই পৌরসভাটির উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।