ঝিনাইদহ সদর
ঝিনাইদহে ইয়াবাসহ আটক ২

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে কাঁচামাল ভর্তি পিকাপ ভ্যান থেকে ৫’শ পিস ইয়াবাসহ বাবুল খান (২৫) ও টিটু শেখ (২১) নামের দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার শাপলগাথা গ্রামের আসমত শেখ এর ছেলে টিটু শেখ ও যশোরের চৌগাছা উপজেলার স্বরুপপুর গ্রামের মকবুল খানের ছেলে বাবুল খান।
সদর থানার ওসি মিজানুর রহমান খাঁন জানান, যশোর চৌগাছা এলাকা থেকে কাচামাল নিয়ে একটি পিকাপ ভ্যান ঢাকার উদেশ্যে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে জানতে পারে ওই পিকাপ ভ্যানে ইয়াবার একটি চালান রয়েছে। এ সময় শহরের বাস টার্মিনাল এলাকায় একদল পুলিশ চেকপোষ্ট বসায়। এ সময় ওই গাড়িটি আটক করা হয়। পরে পিয়ারা ও কুল ভর্তি গাড়িটি তল্লাশি করে ৫শ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। এ ঘটনায় পিকাপ জব্দ করা হয়েছে।