ঝিনাইদহ সদর

ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করার দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। কর্মসূচিতে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতারা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত না হওয়ায় দীর্ঘ ১০ থেকে ২৫ বছর ধরে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত তাদের দাবি মেনে নেয়ার আহবান জানান। পরে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button