ঝিনাইদহে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুরে ৫দিন ব্যাপী ১৬তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস।
তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতীক খ্যাতি সম্পন্ন মাও. মো: নুরুল আমিন, দ্বিতীয় বক্তা- মহাসচিব, বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদ, রংপুর, মাও. আনিচুর রহমান। এছাড়া বাজার গোপালপুর জামে মসজিদের ইমাম মাও. আব্দুল আজিজ, মাহফিল পরিচালনার দায়িত্বে আরিফুল আকবর আরা, সাইদুর রহমান খোকন।
মাহফিলের শুরু থেকেই আইন শৃঙ্খলা দায়িত্বে ছিলেন বাজার গোপালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন, এএসআই মনির হোসেন, এএসআই সুজাউদদৌলাসহ সঙ্গীয় ফোর্স এবং তাফসীরুল কুরআন মাহফিল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।##