অন্যান্য

কে এই শিশু শিল্পী সুলতানা সুরাইয়া?

ঝিনাইদহের চোখঃ

শুরু হচ্ছে এনটিভির ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’ এর নতুন অধ্যায়। এই অধ্যায়ে যুক্ত হয়েছে একটি নতুন চরিত্র সুলতানা সুরাইয়া। এই চরিত্রে অভিনয় করেছেন একজন শিশুশিল্পী। কে এই শিশু শিল্পী সুলতানা সুরাইয়া ? খোঁজ নিয়ে জানা গেল, ‘মায়া মসনদ’ নাটকে শিশু শিল্পী মৌনতা আসছেন সুলতানা সুরাইয়া হয়ে।

শিশু শিল্পী মৌনতাকে অনেকেই চেনেন। তার পুরো নাম মৌনতা হক। নাটক এবং বিজ্ঞাপনে কাজ করছেন নিয়মিত। এছারা এম সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘জয় নগরের জমিদার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌনতা।

পরিচালক গৌতম কৈরীর ‘নিলু’ নাটকের মধ্যেদিয়ে পথ চলা শুরু করে মৌনতা। গত ঈদে রেদওয়ান রনির পরিচালনায় ‘বে শোর’ বিজ্ঞাপন এবং টেলিকম কোম্পানি ‘রবি’র বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসেন।

মৌনতা বলেন, ‘আমার সব সময় রূপকথার গল্প শুনতে খুব ভালো লাগে। দেখতে আরো ভালো লাগে। মায়া মসনদ’ অনেক সুন্দর একটি রূপকথার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক। আপনাদের নিশ্চই ভালো লাগছে। আমি আসছি আগামি দিনে, নতুন অধ্যায় শুরু করতে।আপনারা আমার জন্য দোয়া করবেন।

‘মায়া মসনদ’-এর পরিচালক এস এম সালাহ্ উদ্দিন । রূপকথার গল্প নিয়ে নির্মিত তারকাবহুল নাটকটি লিখেছেন অরিন্দম গুহ। নাটকটির পর্ব পরিচালক আতিকুর রহমান বেলাল ও দৃশ্য পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। ভিএফএক্স সুপারভাইজার তানিম শাহরিয়ার।

নাটকটি প্রচারিত হচ্ছে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে । শিশু শিল্পী মৌনতা ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, সৈয়দ শুভ্র, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু, উজ্জ্বল হোসেন, দাউদ নূর, নীপা, সিফাত, সৈয়দা শিলা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button