ঝিনাইদহ সদরটপ লিড
ঝিনাইদহে জুতা পায়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ
ঝিনাইদহের চোখঃ
ঘটনাটা ঘটেছে ঝিনাইদহ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে। গত বৃহস্পতিবার ২১ শের প্রথম প্রহরে রাত বারটা এক মিটিটে ঝিনাইদহ জেলা প্রশাসকের পুস্পমাল্য অর্পনের পর বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক সংগঠন পুস্প মাল্য অর্পণ করে।
এই সময়ে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে ঝিনাইদহ পাসপোর্ট অফিস।
শহীদের বেদীতে পুস্প মাল্য অর্পণ কালে দেখা যায় দুই জন জুতা পায়ে দিয়ে পুস্প মাল্য অর্পণ করছে শহীদ মিনারে। শুধু পুস্প মাল্য অর্পণ নয় শেষে শহীদ মিনারে দাঁড়িয়ে ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আজিজুল হক খান সাথে ছবি তুলতেও দেখা গেছে এই দুই জন কে। তবে এই দুই জনের নাম জানা যায় নি।
এই প্রসঙ্গে ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আজিজুল হক খান জানান এ বিষয়টি দুঃখ জনক, ঘটনাটি আমি খতিয়ে দেখছি, যদি সত্যি হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।