ঝিনাইদহ সদর
ঝিনাইদহে নৌকার মাঝীর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন
ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝিনাইদহ সদর উপজেলার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ্যাড.আব্দুর রশিদকে মনোনয়ন দিয়েছেন।
অাজ সকালে এ্যাড.আব্দুর রশিদ সহ জেলা, পৌর আওয়ামীলীগসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করে। এ সময় আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন এ্যাড.আব্দুর রশিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান । পরবর্তীতে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পরে গাড়ী ও মটরসাইকেল র্যালি নিয়ে তিনি নির্বাচন অফিসে এসে মনোনয়নপত্র গ্রহণ করেন।