ঝিনাইদহে এমপি আনারকে সংবর্ধনা

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ শহীদ নূর আলী ডিগ্রী কলেজের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রয়ারী) বেলা ১২ টার সময় শহীদ নুর আলী কলেজের আয়োজনে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা ও নব নির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
কলেজের প্রতিষ্ঠাতা এনএসএম শওকত আলী বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ শিকদার, মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, প্রভাষক মাসুদ সাজ্জাদ, কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটন। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী ও এলাকার সূধী ও রাজনৈতিব বৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে সাংস্কৃতিক অন্ষ্ঠুানের আয়োজন করা হয়েছে। অন্ষ্ঠুানটি পরিচালনা করেন নুর আলী কলেজের সহকারি অধ্যাপক সুব্রত নন্দী।
এর আগে এক বন্যাঢ্য র্যালী কলেজ হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।