কালীগঞ্জে লাউয়ের বাগানও রেহায় পায়নি দুর্বৃত্তদের হাত থেকে

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে এবার ২৩ শতক জমির লাউগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে উপজেলার ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের বড় শিমলা গ্রামের নূর ইসলামের ক্ষেতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের কমপক্ষে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ভুক্তভোগী কৃষক নূর ইসলাম জানান, তিনি একজন বর্গাচাষি। শনিবার দিবাগত রাতে কে বা কারা আমার ২৩ শতক জমির লাউগাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্রামে আমার কারও সঙ্গে বিরোধ নেই। আমার এমন ক্ষতি করে কি লাভ হলো।
কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ফসলি ক্ষেত বিনষ্টের ঘটনা। দুর্বৃত্তরা রাতের আঁধারে একের পর এক নৃশংসভাবে ফল-সবজির ক্ষেত নষ্ট করছে। কৃষকরা ধারদেনার মাধ্যমে ফসল চাষ করার পর ভরা ক্ষেত নষ্ট হওয়ায় তারা একেবারে পথে বসেছেন।
কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার গয়েশপুর গ্রামে বিশারত মণ্ডলের ফুলকপির বীজতলার চারা কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা।