ঝিনাইদহ সদর
ঝিনাইদহে মোটর সাইকেল আরোহি নিহত

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (২৬) নামে এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গোয়ালপাড়া রাজধরপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন খুলনার কয়রা থানার গোবরা বেড়বামিয়া গ্রামের বাবু সানার ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দিলীপ কুমার সরকার জানান, গোয়ালপাড়া বাজার থেকে একটি ট্রাক পানামীর দিকে যাচ্ছিল। পথে রাজধরপুর নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। সে সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসন নামের ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।