ঝিনাইদহে সনাক এর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে ২৫টি প্রাথমিক বিদ্যালয়

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের অধিপরামর্শ প্রাথমিক শিক্ষা খাতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
যার অংশ হিসেবে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ও হামদহ-কাঞ্চনপুর ক্লাস্টারের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা সুশাসনের সূচক অর্জনে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
জুলাই ২০১৮ মাসে সনাক আয়োজিত সভায় স্বস্ব প্রতিষ্ঠান কর্তৃক গৃহিত কর্মপরিকল্পনা অনুযায়ি অর্জিত সুশাসনের সূচকসমূহের মধ্যে ২৪টি বিদ্যালয়ে সেবামূল্যসহ তথ্যবোর্ড স্থাপন, ২৫টিতে আর্থিক লেনদেনে রশিদ চালু, ১৪টিতে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগ ও তার তথ্য দৃশ্যমানকরণ, ১৯টিতে তথ্য প্রদান রেজিস্টার চালু, ২৪টিতে পরামর্শ ও অভিযোগ বাক্স স্থাপন, ১৫টিতে নারী ও পুরুষ পৃথক টয়লেট ব্যবস্থাপনা এবং ২৫টিতে উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী দৃশ্যমান করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০১৯ বিকালে শিক্ষা কর্তৃপক্ষ ও সনাক ঝিনাইদহের মধ্যে এক মতবিনিময় সভা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়েছে।
এসময় ৬-৯ জানুয়ারি ২০১৯ সময়ে প্রতিটি বিদ্যালয়ে সরেজমিন পর্যবেক্ষণের প্রতিবেদন উপস্থাপনায় উল্লিখিত ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। সনাক এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আকতারুজ্জামান বলেন, ‘কর্মসূচিগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদেরই। কিন্তু সনাক আমাদের সহযোগিতা করায় কাজগুলো বাস্তবায়ন সহজ হচ্ছে।’
এছাড়াও মূল্যবান বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাশ, সনাক সভাপতি মোঃ সায়েদুল আলম, সনাক শিক্ষা উপকমিটির আহ্বায়ক আসমা জামান, সনাক সহসভাপতি নাসরিন ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল ও টিআইবি’র এরিয়া ম্যানেজার বখতিয়ার হোসেন প্রমূখ।