ঝিনাইদহ সদর

ঝিনাইদহ সদর উপজেলায় নৌকার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ

উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের ৪ উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা।

সকাল থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন অফিসসহ সদর, শৈলকুপা, হরিণাকুন্ডু, কালীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকতাদের কাছে এ মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার ও ৮ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ জেলার সদর, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button