ঝিনাইদহে ভাষা সৈনিকদের সংবর্ধনা

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ
পিটিআই এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে পিটিআই এর সম্মেলন রুমে ভাষা সৈনিক এবং দুই বীরাঙ্গনা জয়গুন নেছা ও ফাতেমা বেগমকে সংবর্ধনা দেয়া হয়।
পিটিআই সুপার আতিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম এবং সহকারী পুলিশ সুপার সদর আল মামুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের হাত ধরেই মুক্তির সংগ্রাম, পৃথিবীর বুকে বাংলাদেশই একমাত্র দেশ, যার জনগণ ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন। বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মার্তৃভাষা।
এ সংবর্ধনায় ভাষা সৈনিক মোঃ নুরুল ইসলাম খাঁন হায়দার, অ্যাড. আমির হোসেন মালিতা কাজী আখতারুল ইসলাম মধু, নন্দ দুলাল সাহা, মোঃ আমজাদ হোসেন মুসাসহ ৬ জন ভাষা সৈনিক ও দুই বীরাঙ্গনাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠান শেষে পিটিআই এর মধ্যে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির মোড়ক উন্মচন করেন।