ঝিনাইদহে শহীদ সৌরভ ভৌমিক দিবস পালিত

ঝিনাইদহের চোখঃ
ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ সৌরভ ভৌমিকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা সংসদের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম মিটুলের সভাপতিত্বে ও জেলা সংসদের কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদের সঞ্চলনায় আলোচনা করেন, সাবেক ছাত্র নেতা আব্দুর রব খান, বর্তমান সহ সাধারন সম্পাদক ইমন হোসেন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শোভন হায়দার, সদস্য নুর ইসলাম, বিল্লাল, সুলতান আহম্মেদ প্রমুখ।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, ছাত্র নেতা সৌরভ ভৌমিক আমাদের কাছে আদর্শের এক মূর্ত প্রতিক।তার আদর্শকে সমুন্নত রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ শৈলকুপার কর্মী ও কিশোর ছাত্রনেতা সৌরভ ভৌমিক গ্রাম্য মোড়লদের রোষানলে অকালে মৃত্যুর শিকার হন।