ঝিনাইদহের মেধাবীছাত্র সাব্বির কে বাঁচাতে এগিয়ে আসুন

ঝিনাইদহের চোখঃ
সাব্বিরের বেঁচে থাকার জন্য, চিকিৎসার জন্য আপনার সাহায্য ভীষন প্রয়োজন।
আত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার দরিদ্র ট্রাক ড্রাইভার মোঃ গোলাম সরোয়ার (সরো ড্রাইভার) এর সন্তান।
যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের মার্কেটিং বিভাগের BBA অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্র। মোঃ সাব্বির রহমান দুরারোগ্য, অত্যান্ত ব্যয়বহুল Guillain–Barré syndrome (GBS) ভাইরাসে আক্রান্ত হয়ে বাকশক্তি, চলন শক্তি, অনুভুতিহীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে আগারগাওস্থ “ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতাল, ঢাকা” ভর্তি করা হয়েছে।
চিকিৎসকের মতে ব্যয় বহুল এই রোগের চিকিৎসা করতে দশ লক্ষাধিক টাকার প্রয়োজন। হতদরিদ্র পরিবারের এই সন্তানের পিতার দ্বারা চিকিৎসার খরচ বহন করা কোন ভাবেই সম্ভব নয়।
এই মেধাবী ছাত্রের জীবন বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের একটু সাহায্য, একটু সহানুভুতি, একটু প্রচেষ্টা খুবই প্রয়োজন।
সাব্বির কে বাচাতে আপনার সাধ্যমত সাহায্য করুন
সাহায্য পাঠানোর ঠিকানা
মো: হৃতিক আহমেদ
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
একাউন্ট নাম্বার 22815122637
সাব্বিরের বড় ভাই মোঃ হৃতিক আহমেদ বিকাশ নম্বর
০১৯১৩ ৪০৪ ৩৭১
০১৭২৪ ৮৬৫ ৮৫৪
বিস্তারিত জানতে রোগীর বাবা মোঃ গোলাম সরোয়ার মোবাইল নম্বর ০১৭৪০ ৯০৮ ০৭৪