ঝিনাইদহ জেলা ফ্রিল্যান্সার কোচিং এসোসিয়েশন আহবায়ক কমিটি গঠন

ওমর ফারুক, ঝিনাইদহের চোখঃ
গত ৭ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্টের ঘোষণা অনুযায়ী কোন সরকারি এবং বেসরকারী স্কুল/কলেজের শিক্ষকরা কোন প্রকার কোচিং বা নিজ স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারবে না। কিন্তু যারা ফ্রিল্যান্সার তারা কোচিং করাতে পারবে। তাই সারাদেশের কোচিং সেন্টারগুলোকে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসার জন্য ASEB (Association of Shadow Education Bangladesh) নামক একটি কেন্দ্রীয় এসোসিয়েশন গঠিত হয়েছে উক্ত এসোসিয়েশন সমস্ত দেশব্যাপী জেলা কমিটি নির্ধারণ করছেন তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটির সদস্যবৃন্দ নিম্নরুপ-
★আহবায়ক –
অমিয় মজুমদার ( ইম্পেরিয়াল কোচিং সেন্টার)
★যুগ্ম আহ্বায়ক,
মোমিনুর রহমান (এ, জে মেরিট একাডেমিক কেয়ার)
★যুগ্ম আহ্বায়ক,
ইমরান হোসেন (ক্রিয়েটিভ কোচিং সেন্টার)
★যুগ্ম আহ্বায়ক,
ওমর ফারুক (নলেজ কোচিং সেন্টার)
★যুগ্ম আহ্বায়ক,
জে,আর নাঈম (প্রত্যাশা কোচিং সেন্টার)
সদস্যঃ
মোনালি বিশ্বাস তমা (জ্ঞানচক্ষু বিদ্যানিকেতন)
এম,এইচ সুজন (প্রোসেস প্রাইভেট সেন্টার)
হাফিজুর রহমান (কমার্স প্রাইভেট & কোচিং সেন্টার)
এহসানুল হক আকাশ (বিদ্যাসাগর শিক্ষালয় কোচিং সেন্টার)