কালীগঞ্জটপ লিড

ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেহাল দশা

শিপলু জামান, ঝিনাইদহের চোখঃ

কয়েকদিনের বৃষ্টিতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় খানাখন্দ সৃষ্টি হওয়ায় সকল যানচলাচল বন্ধ রয়েছে। বাধ্য হয়ে যশোর-ঝিনাইদহ রুটে প্রায় ১০ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক দিয়ে যেতে হচ্ছে দূরপাল যাত্রীদের।

দক্ষিণবঙ্গের ব্যস্ততম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার মহাসড়কের উপর দিয়ে প্রতিদিন হাজারো বাস, ট্রাক, পিকআপভ্যানসহ ছোটবড় যানবাহন চলাচল করে। গত কয়েকদিনের বৃষ্টিতে বারবাজার তেল পাম্পের সামনে রাস্তা ভেঙ্গে কাদামাটি সৃষ্ঠি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এজন্য দূরপাল্লার ও অফিসগামী যাত্রীদের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে। যশোর-ঝিনাইদহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্ঠি হচ্ছে। মহাসড়কে খানা-খন্দ সৃষ্ঠি হওয়ায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়রা জানান, গত মাস দুয়েক আগে রাস্তার অংশ ভেঙে পড়ে। এরপর থেকে স্থানীয়রা বিকল্প সড়কে চলাচল করতো। তবে ২৭ ফেব্রুয়ারি রাস্তা ভেঙে যাওয়ার পর আধা কিলোমিটার একবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এরপর থেকে ১০ কিলোমিটার পথ ঘুরে কালীগঞ্জ-খাজুরা সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

ট্রাকচালক মিলন হোসেন বলেন, রাস্তা সংস্কার না করার কারনে গাড়ি বিকল হচ্ছে। ঝুকি নিয়ে নিয়ে যেতে হয়।

খুলনাগামী অফিস যাত্রী ফরহাদ আলী বলেন,রাস্তার কারণে বাসচলাচল বন্ধ রয়েছে। তাই বিকল্প রুটে যাওয়ার চেষ্ঠা করছি।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক বিএম কামরুজ্জামান বলেন, নিন্মমানের উপকরণ ব্যবহার ও অতিরিক্ত পণ্যবাহী ট্রাকচলাচল করার কারণে সড়কের এই বেহাল দশা।

এ ব্যাপারে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন,মহাসড়ক মেরামতের জন্য টেন্ডার হয়ে গেছে। অতি দ্রংত ঠিকাদার রাস্তার কাজ শুরু করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button