ঝিনাইদহে সাড়ে ৯হাজার হেক্টর সরিষা আবাদ

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহসহ ৬ জেলায় সরিসার আবাদে কৃষকরা দিন দিন আগ্রহ বাড়ছে। উচ্চ ফলনশীল জাত, পরিশ্রম ও খরচ কম, বাজারে চাহিদা ও দাম ভালো হওয়ায় আগ্রহ বাড়ছে। চলতি বছর চাষিরা বারী-৯,১৪ এবং টরি-৭ ও স্থানীয় জাতের আবাদ করেছে। তবে উচ্চ ফলনশীল জাত বেশি পরিমানে আবাদ হয়েছে। সঠিক সময় কৃষি বিভাগের পরামর্শ এবং সরিষা লাভজনক চাষ হওয়ায় দিনদিন কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, দক্ষিন পশ্চিমাঞ্চলে ৬ জেলায় চলতি মৌসুমে ৪৪’হাজার ৮৫২ হেক্টর জমিতে সরিসার আবাদ করেছে চাষিরা। যেখানে ঝিনাইদহে ৯’হাজার ৫১৫ হেক্টর, যশোরে ৯’হাজার ৭৭৫ হেক্টর, মাগুরায় ১২’হাজার ৫৯০ হেক্টর, কুষ্টিয়ায় ৬’হাজার ৭৫০ হেক্টর, চুয়াডাঙ্গায় ২’হাজার ২২০ হেক্টর এবং মেহেরপুরে ৪’হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষি বিভাগের হিসাবনুযায়ী মাগুরায় বেশি এবং চুয়াডাঙ্গায় কম পরিমানে সরিষার আবাদ হয়েছে। আর এ পরিমান সরিষার আবাদ থেকে ৬০’হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
জেলার কোটচাঁদপুরের সরিষা ব্যবসায়ি আব্দুল লতিফ বলেন, বর্তমানে প্রতিমন সরিষা দেড় হাজার থেকে ১’হাজার ৮’শ টাকায় বিক্রি হচ্ছে।