মরহুম সাংবাদিক মিঠু শিকদারের প্রথম মৃৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
যশোর থেকে প্রকাশিত গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার মরহুম মিঠু শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের আয়োজনের যায়যায়দিন পত্রিকার কালীগঞ্জ অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমীন সৌরভ।
দোয়ার অনুষ্ঠানের উপস্থিত ছিলেণ দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ মো: শহিদুল ইসলাম, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, দৈনিক ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক,একাত্তর টিভি ঝিনাইদহ প্রতিনিধি ও গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার রাজীব হাসান,গাজী টিভির ওলিয়ার রহমান, মাইটিভির মিঠু মালিতা, দৈনিক মানবকন্ঠের শাহাজহান আলী বিপাশ,যায়যায়দিনের তারেক মাহমুদ, দৈনিক ডেসটিনির মোমিনুর রহমান মন্টু, যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ, ভোরের পাতার সাইদুর রহমান,এশিয়ান এজের ওসামন গনি জুয়েল প্রমুখ। উল্লেখ ২০১৮ সালের ৫ মার্চ হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণ করেন। এর আগে দুপুরে মরহুমের বাড়িতে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।