ঝিনাইদহ এ্যাড. আব্দুর রশিদের সাথে সাংস্কৃতিক সংগঠনের মতবিনিময়

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ঝিনাইদহ সদরে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড.. আব্দুর রশিদ ঝিনাইদহের সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ঝিনাইদহ জেলা শাখার নেতৃবৃন্দ: একরামুল হক লিকু, মিজানুর রহমান মিজান, আব্দুস সালাম, নাজিম উদ্দিন জুলিয়াস, শান্ত জোয়ার্দ্দার প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক সাবেক অধ্যক্ষ খন্দকার হাফিজ ফারুক।
আ্যাড. আব্দুর রশিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হওয়ার জন্য সাংস্কৃতিক সংগঠকদের কাছে আহ্বান জানান।
সাংস্কৃতিক সংগঠকবৃন্দ সকলেই নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়নপ্রার্থী অ্যাড. আব্দুর রশিদ কে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।