জানা-অজানা
” লোম সমস্যা? “

একে.এস অনিমিথ, ঝিনাইদহের চোখঃ
এন্ড্রোজেন হরমোনের ভারসাম্যহীন ও জেনেটিক সমস্যার জন্য নারী শরীরের বিভিন্ন জায়গায়ায় অবাঞ্ছিত চুল উঠে।এ চুল উঠার সমস্যাকে বলে “হিরসুটিজম”। সমস্যা কম হলে পুদিনাপাতার চা ১ সপ্তাহ খেলে ঠিক হয়ে যাবে।১০ মিঃ তাপে চা তৈরি করে দিনে ২ বার করে খেতে হবে।
একে.এস অনিমিথ
রুপ বিশেষজ্ঞ।