ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
ঝিনাইদহের চোখঃ
‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে।
গত রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প ও আগুন নিয়ন্ত্রনে করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
পরে অুনষ্ঠিত আলোচনা সভায় জেলা ত্রান ও পূনঃবাসন কর্মকর্তা বজলুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফ-উজ-জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সদর থানার পরিদর্শক (অপারেশন) মহসিন হোসেন, ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ^াসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।