ঝিনাইদহে শুদ্ধ উচ্চারণ ও বিতর্ক বিষয়ক কর্মশালা
ঝিনাইদহের চোখঃ
সৃজনী ফাউন্ডেশন ও পিকেএসএফর সহযোগিতায় সদর উপজেলার বিষয়খালী শহিদ মোস্তাফা স্কুল এন্ড কলেজের হল রুমে শুদ্ধ উচ্চারণ ও বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় উক্ত প্রতিষ্ঠানের ৫০ জন ছাত্র – ছাত্রী অংশগ্রহণ করে। শুদ্ধ উচ্চারণ ও বিতর্ক বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করে ঝিনাইদহ বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনূর আলম লিটন,বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক গৌর পদ ঘোষ ও আব্দুর রাজ্জাক, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম ও অফিস সম্পাদক লাবনী ঘোষ।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা রোকনুজ্জামান ওকমুল, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল ইসলাম ও সহ-কারি অধ্যক্ষ শহিদুল ইসলাম, সৃজনী ফাউন্ডেশনের এস এম শান্তনুর রহমান প্রমূখ।অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ।