ঝিনাইদহে চুরি
গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে আজ সকাল সাড়ে ৫টার দিকে ট্রাকে করে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিংসহ তিন দোকানে তালা ভেঙ্গে নগদ ৫ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
দোকান তিনটি হল ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং প্রো: মেসার্স আবির ট্রেডার্স, মেসার্স তুষার সেনেট্যারী প্রো: মো: তুষার মিয়া, মেসার্স চাঁদ মোবাইল এন্ড ইলেকট্রনিক্স প্রো: মো: চান্দু মিয়া।
জানা যায়, ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং থেকে লকারে থাকা ৪ লক্ষ্য টাকা সহ লকার, ক্যাশ ডয়ার থেকে ২৬ হাজার টাকা, ২ লক্ষ টাকার জিআই তার। এদিকে তুষার সেনেট্যারী থেকে ৩টি মোটর।
খবর জানতে পরে দ্রুত ছুটে আসে ডাকবাংলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল, সাধারণ সম্পাদক রাজিব শেখসহ দ্বায়িত্বরত ব্যক্তিবর্গ। চুরির এ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ তৌহিদুল ইসলাম।
সভাপতি আব্দুর রহমান কামাল জানান, নাইট গার্টদের ডিউটি সকাল ৫টা পর্যন্ত এরপর চুরি হলে তাদের কিছু করার থাকে না, এরপরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এ কাজগুলি করছে।