মোস্তাফিজুর রহমান ৮ বার ঝিনাইদহের শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত
আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখ:
ট্রাফিক বিভাগে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে ঝিনাইদহের শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন পুলিশ সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান।
রবিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমানসহ পুলিশের বিভিন্ন কাজে সাহসিকতাপূর্ণ অবদান রাখায় অন্যান্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন, ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতি) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান স্যার এর নির্দেশনায়, আমি চেষ্টা করেছি ভালো কাজ করার জন্য। এই সম্মাননা আমার কাজের গতি আরো বাড়িয়ে দেবে। তিনি গত মার্চ মাসের ১২তারিখে ঝিনাইদহে যোগদান করেন, উল্লেখ সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান ৮ বার ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন।