ঝিনাইদহ সদর
নির্বাহী কর্মকর্তার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহের চোখঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিনের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলার এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও ৬ উপজেলার এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।
এসময় এলজিইডির নির্বাচী প্রকৌশলী সামসুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ৬ মার্চ হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহার করে গ্রেফতার করে ইউএনও জসিম উদ্দিন। বক্তারা, ইউএনও জসিম উদ্দিনের বিচারের দাবি জানান।