কালীগঞ্জটপ লিডদেখা-অদেখা
আসুন দেখে আসি ঝিনাইদহের ঐতিহাসিক গাজী কালু-চম্পাবতীর মাজার
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
কালীগঞ্জ উপজেলার বারবাজার বাদুরগাছা গ্রামে ঐতিহাসিক গাজী কালু চম্পাবতীর মাজার অবস্থিত।
বারবাজার বাসষ্টান্ড থেকে ১ কিঃ মিঃ দুরে মাজার আস্তানায় পৌছাতে দর্শনার্থীদের ভীড়ের কারনে প্রায় ১ ঘন্টা সময় লাগে। সকলেই মাজার এলাকায় এসে ধর্মমত নির্বিশেষে শ্রদ্ধাঞ্জাপন করে। মাজার টি ৩৩ শতক জমির উপর অবস্থিত।
কিন্তু ৩৯ বিঘা জমি জুড়ে বসেছে বিভিন্ন দোকান পাট। কোথাও মাইজ ভান্ডারী ,গাজীর গান,ভক্তদের কাউয়ালী দেহতত্ব, হিজড়াদের নাচ, গান ও আশেকানদের জিকিরে এলাকা মুখরিতহয়েউঠে।
ওরসে খুলনা, ঢাকা, চট্রগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়া যশোর, বেনাপোল, বাগেরহাট, সাতক্ষিরা সহ ভারত থেকে ভক্তরা মাজারে আসেন।