ঝিনাইদহ সদর

ঝিনাইদহে শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসব

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের মদনমোহন পাড়ার শতবর্ষী নাট্যমঞ্চ ‘ঝিনাইদহ করোনেশন ড্রামাটিক ক্লাব’ এ উৎসবের আয়োজন জেলা শিল্পকলা একাডেমী।

অনুষ্ঠানে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) ‘অভিনয় বিড়ম্বনা” নাটিকা ও ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রদর্শন করে ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’।

এর আগে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ভাষা সৈনিক আমির হোসেন মালিতা, নন্দদুলাল সাহা, ,নিশচা জেলা শাখার সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. মনোয়ারুল হক লাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, অনিকেত যাত্রাশিল্পী সংসদের সভাপতি সরওয়ার জাহান বাদশা, আইনজীবি সুবীর কুমার সমাদ্দার, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু প্রমুখ।

উল্লেখ্য, ১৯০৬ সালে শহরের বাঘা যতিন সড়কের পাশে ঝিনাইদহ করোনেশন ড্রামাটিক ক্লাব নামের এই মঞ্চটি স্থাপন করেন তৎকালীন আইনজীবি ত্রিলক্ষ কানজিলাল। দীর্ঘদিন জায়গাটি স্থানীয়দের দখলে থাকার পর কয়েকদশক আগে দখলমুক্ত হওয়ার পরও তা এখনও অরক্ষিত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button