ঝিনাইদহে ইট ভাটায় শিশু শ্রমিক, আইনের তোয়াক্কা নেই
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে গ্রামাঞ্চলের অধিকাংশ ইট ভাটা গুলোতে ইট শুকানো ও সংগ্রহ করে রাখার কাজে শিশু শ্রমিক ব্যবহার করার অভিযোগে উঠেছে। শ্রমিকের মুল্য কম এবং শিশুদের টাকার লোভের কারেনই এক শ্রেণীর অসাধু ভাটা মালিক এমন অপকর্মে ফাইদা লুটছে।
সরেজমিন কয়েকটি ইটভাটায় কর্মরত শিশু শ্রমিকের সাথে কথা বললে তারা জানান, আমরা কয়েক জন বন্ধু স্কুল থেকে বাড়ি আসার পর এক সাথে কাজ করি। প্রতি তিন হাজার ইট শুকিয়ে এক জায়গায় জড়ো করে দিলে তারা ৩৫ টাকা পান। এতে তারা বেজায় খুশি বলে জানা গেছে।
খোঁজনিয়ে জানা গেছে, ইট ভাটার সকল কাজই প্রায় শ্রমিকের সাথে কন্টাক্ট চুক্তিতে করে থাকেন। এখানে ইটের শ্রমিকরা প্রতিদিন ৫-৮ ‘ শ টাকা পর্যন্ত হাজিরা করেন। বাকি কিছু শ্রমিক যারা দিন মজুরিতে কাজ করেন। কিন্তু চুক্তি বা দিন হাজিরা হিসাবে কাজ করলে এ কাজে ভাটা মালিকের বেশি পরিমানে ব্যয় হয়।
কিন্তু শিশুদের সাথে চুক্তিতে কাজ করলে কম ব্যয়ে কাজ করা সম্ভব হয়। কারন শিশুরা ভারি কাজ যেমন করতে পারেনা, তেমনি পরিবার থেকেও এ বয়সে কাজের অনুমতি দেন না। কিন্তু শিশুরা লোভেই অল্প টাকায় কাজ করতে রাজি থাকেন।
এবিষয়ে ভাটা মালিকের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিরা শিশু শ্রমের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। তবে তারা নাম প্রকাশ না শর্তে বলেন, এটা উচিত নয়।