বন্ধুদের সাথে সরি-কৃতজ্ঞতা থাকতে নেই–শিশির সীমান্ত
ঝিনাইদহের চোখঃ
হয়তো কিছুই বদলায় নি – হয়তো অনেক কিছুই বদলেছে। জীবন থেমে নেই। কতদিন পরে আবার অনেককে পেয়েছিলাম। ফিরে এসে খুব খারাপ লাগছে। আজ মনে হচ্ছে সত্যি আমি তোদের অনেক ভালোবাসি। রাব্বুল, জাহাঙ্গীর, মুরাদ, নাসির, সোলায়মান – তোদের সবাইকে খুব মনে পড়ছে। শফিকের বউয়ের হাতের আচার – অসাধারণ ।
আমার বন্ধু বান্ধবী দের কাছে কৃতজ্ঞতা। সবাই আমাদের আপন ভেবে সময় দিয়েছে – আদর করেছে। বন্ধুদের সাথে সরি – কৃতজ্ঞতা থাকতে নেই। থাকে না।
কিন্তু আমি সত্যিই তোদের কাছে কৃতজ্ঞ রে। সোমা, পারভীন, শিরিন, তাসু তোরা Awesome, আর সবার মধ্যমনি মফিজ আমার সবচেয়ে কাছের মানুষ।
মফিজ আর রাব্বুল সেই রাত ১২ টা পযর্ন্ত না খেয়ে ট্রেন স্টেশনে এসেছিলো আমাদের তুলে দিতে। তোদের ভুলতে পারবো না কোনদিন। আমাকে ভুলে যাস না যেন। তোরা সবাই অনেক অনেক ভালো থাকিস। তোদের জন্য সবসময় শুভকামনা। শুভকামনা বিলকিস আর দুলাভাই কে।
শুভকামনা ৯৩-৯৪ সব অসাধারণ সব বন্ধুদের—