আশ্বাস–গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
প্রথমে বজ্রগতিজ্যোতি ,তারপর কালো অন্ধকার,
লক্ষ্যে না যেতে দেয়া কাচের দেয়াল,
স্বপ্ন ভাঙার পদ্মা,জীবনকে টালমাটাল করার
দারুণ উপক্রমের নাম,আশ্বাস।
আশ্বাসের উদগিরণ,জীবন আলোকিত করবে,
অন্ধকার থেকে মুক্তি দেবে,আলোর মুখ দেখাবে,
জরাজীর্ণতা ঘুচিয়ে কালের আগুনে পোড় খাওয়া
ঠোটে শান্তির হাসি ফোটাবে।
ভোরের সূর্যের মতো হৃদয়াকাশ
ঝলমলে আলো দিয়ে রাঙিয়ে দেবে।
আশ্বাস পেয়েছি বহুবার,বহুজনের,
বহুরকমের,লৌকিক-অলৌকিক,
কাছের,পাশের,দূরের,দেশি বিদেশি
নানাকার মানুষের।
আশ্বাসের খপ্পরে সময় নষ্ট করেছি,
স্থির চোখে চেয়ে থেকেছি দিনের’পরদিন।
আশ্বাস আসবে সত্যি করবে কথা দেয়া কথা,
এবিশ্বাসে আশ্বাস মাথায় তুলে নেচেছি।
তারপর…
বুঝেছি আশ্বাস হলো ক্রয় বিক্রয়ের বোল
যেমন বোল দেয় মাছের আড়ৎ কাচা বাজারে।
আশ্বাসে বিশ্বাস স্থাপণ করেই বিক্রয় করি জীবন
জীবনের নানা স্বপ্ন পরিকল্পনা।
আশ্বাস চায় আশ্বাসে প্রভাবিত হয়ে
আশ্বস্তগণ আশ্বাসকে নামি দামি করে তুলুক
সমাজে,দেশে-বিদেশে,বিশ্বের কাছে।
আশ্বাস চায় আশ্বাস বিশ্বাসীরা পড়ে থাকুক
নতজানু হয়ে আশ্বাসের পায়ের তলে।
আশ্বাস হলো কূট মন্ত্র,না মেরেও মেরে ফেলে,
পথে নেবে বলে বিপথে ঠেলে,
জীবন দেবে বলে জীবন গ্রাস করে,
আকাশে তুলে মাটিতে আছাড় মারে।