ঝিনাইদহে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত

ঝিনাইদহের চোখঃ
এলএফডিআরআরএ’র সহায়তায় এইড ফাউন্ডেশন কর্তৃক বস্তিবায়িত Let’s All be United in Group with Hope (LAUGH)প্রকল্পের আওতায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০১৯ পালিদ হয়েছে।
এইড কমপ্লেক্স ঝিনাইদহ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এইড কমপ্লেক্সে এসে শেষ হয়।
উক্ত শোভাযাত্রা শেষে এইড ইসিডি সেন্টারে ডাউন সিনড্রোম দিবস উদ্যাপনের উদ্দেশ্য ও তাৎপর্য বিষয়ে এইড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব আমিনুল ইসলাম বকুল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে দিবসের তাৎপর্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন এইড প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক জনাব সুরাইয়া পারভীন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম।
তিনি উল্লেখ করেন সাধারণত ৩৫ বছর বয়স এর পর যে সকল দম্পতী সন্তান নেয় এবং ক্রোমজোমগত তারতম্যের কারণে ডাউন সিনড্রোম শিশু জন্ম হয়।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশন এর উন্নয়ন কর্মসূচি বিভাগের সহকারী পরিচালক জনাব দোয়া বখ্শ শেখ। অতিথি বৃন্দ দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে তাদের সন্তানদের সকল বিষয়ে যতœবান হওয়ার পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব মোঃ এনামুল কবির।