ঝিনাইদহ সদর
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৩ মার্চ) দিবাগত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার রতন হাট গ্রামের খয়বার মন্ডলের ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, রাত ১২ টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া নামক স্থানে সড়কের উপর এক ব্যক্তি পড়েছিল। এ সময় খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় ট্রাক অথবা বাসের চাপায় সে নিহত হয়।