কালীগঞ্জ উপজেলা নির্বাচনের পূর্ণ ফলাফল

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। আর মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে একজন নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ওই পদটি ছিল একবারেই নিয়ম রক্ষার ভোট।
আর সে কারণেই পুরুষ ভাইস চেয়ারম্যান পদটি নিয়েই চলছিল এবারের কালীগঞ্জ উপজেলা নির্বাচনী ভোটযুদ্ধ। এ পদের প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর মধ্যে বেসরকারি ফলাফলে আওয়ালীগ সমর্থিত তালা প্রতীকের প্রার্থী যুবলীগ নেতা শিবলী নোমানী ৬৪ হাজার ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান টিউবওয়েল প্রতীকের মতিয়ার রহমান মতি পেয়েছেন ৫ হাজার ৬৪৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত হাঁস প্রতীকের শাহানাজ পারভীন পেয়েছেন ৬৫ হাজর ৩১৫ ভোট। তার নিকটতম ফুটবল প্রতীকের সীমা খাতুন পেয়েছেন ৩ হাজার ৭৫০ ভোট।
এ উপজেলায় ৮৬ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজর ৫৮৮ জন।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।