ঝিনাইদহে ৭ বীরশ্রেষ্ঠ স্মরণে জাতীয় পতাকা বিতরণ

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ
‘শত সহস্র চিৎকার গর্জে উঠি বারবার’ শ্লোগান নিয়ে ঝিনাইদহে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মানববন্ধন ও সাতজন বীরশ্রেষ্ঠের স্মরণে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। ঝিনুকদহ ভাষা পরিষদের উদ্যোগে সোমবার সকালে শহরের পায়রা চত্তরে গণহত্যা দিবসে নিহতদের স্মরণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি গাউস গোকি, উপদেষ্টা শাহিনুর আলম লিটন, সহ-সাধারন সম্পাদক আবদুস সবুর, সহ-সাংগঠনিক সম্পাদক সাইক আলজানি লিসন, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক হাসেম আলী, কাঞ্চননগর যুব সমাজের খান জাহান আলী, পূর্বচল সমাজ কল্যাণ পরিষদের রবিউল ইসলামসহ মাদার তেরেসা ব্লাড বাংকের তারেখ মাহমুদ জয় প্রমূখ উপস্থিত ছিলেন।
গত ১৩ তারিখে শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা বিতরণের উদ্ভোদন করেন সংগঠনটি।
মানববন্ধন শেষে শহরের পায়রা চত্ত্বর, হামদহ, মুজিব চত্ত্বর, আরাপপুর সহ পাচটি স্থানে প্রায় ২ হাজার ৫শ’ পতাকা বিতরণ করা হয়।
সাথে সাথে রিক্সা, ইজিবাইক সহ বিভিন্ন যানবাহনে সংগঠনের পক্ষ থেকে পতাকা লাগিয়ে দেওয়া হয়।