ঝিনাইদহ সদর
ঝিনাইদহে উদীচী শিল্পগোষ্ঠী’র মহান স্বাধীনতা দিবস উদযাপন

ঝিনাইদহের চোখঃ
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের উদ্যোগে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
সকাল ৭ টাই স্থানীয় পায়রা চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করে উক্ত একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক দিলীপ ঘোষ,ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এবং উদীচী ঝিনাইদহের সহ সাধারন সম্পাদক আরিফুল ইসলাম মিটুল, সহ সম্পাদক জুলফিকার আলী পলাশ, সম্পাদক মন্ডলির সদস্য শিশির, শামিম আহম্মেদ,গুলজার হোসেন গরীব , কোষাধ্যক্ষ তাসরিন শর্মিলা প্রমুখ।